ডেভিড ধাওয়ান পরিচালিত ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘জুড়োয়া’তে নায়ক ছিলেন সালমান খান। ধাওয়ান এবার তৈরি করছেন ‘জুড়োয়া টু’। এবার নায়ক তার ছেলে বরুণ ধাওয়ান। তবে নির্মাতা নতুন চলচ্চিত্রটিতে চমক হিসেবে রাখছেন সালমান খানকে। চলচ্চিত্রটির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সালমানের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে গিয়ে জানিয়েছিলেন কাহিনীকাররা সালমানের ভ‚মিকাটি নিয়ে কাজ করছে।
সর্বশেষ নির্মাতারা জানিয়েছে কাহিনী ও চিত্রনাট্য তৈরি হয়ে গেছে এবং ‘সুলতান’ তারকাটি এতে দ্বৈত ভ‚মিকায় অভিনয় করবেন, আর তার ভ‚মিকা হবে কমিক। আরও জানা গেছে প্রথম চলচ্চিত্রের প্রেম আর রাজার ভ‚মিকায়ই তিনি অভিনয় করবেন। সজ্জাও একই রকম থাকবে।
মূল অভিনেতা বরুণের সঙ্গে তার ভ‚মিকাটি হবে সাময়িক। একটি বিশেষ দৃশ্যেই শুধু তাকে দেখান হবে।
‘জুড়োয়া টু’তে বরুণ ধাওয়ান দ্বৈত ভ‚মিকায় অভিনয় করবেন তার দুই চরিত্রের বিপরীতে অভিনয় করবেন তাপসী পান্নু এবং জ্যাকুলিন ফার্নান্দেজ। এপ্রিলে ফিল্মটির শুটিং শুরু হবে।
‘জুড়োয়া টু’ মুক্তি পাবে এই বছরের ২০ সেপ্টেম্বর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন