গত ১৭ জানুয়ারি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রছাত্রীরা শিক্ষা সফরের অংশ হিসেবে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সরমংলা সারফেস ওয়াটার সাপ্লাই প্রোজেক্ট এলাকা পরিদর্শন করেছে।
পাঠ্যবিষয়ের বিভিন্ন কোর্সের বাস্তব জ্ঞানার্জনের জন্য এ শিক্ষা সফরের আয়োজন করা হয়। শিক্ষা সফরে ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসান, রসায়ন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, প্রভাষক শামীমা শিরিন, মোঃ শাজাহান আলী, মো. আবু সাঈদ সুজন এবং মোঃ মহসিন আলী প্রমুখ। প্রকল্পটির বিভিন্ন বিষয় সংক্ষিপ্ত বর্ণনা দেন প্রকৌশলী মো. জিল্লুর বারী। ষ শিক্ষাঙ্গন রিপোর্ট
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন