শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সা রে গা মা পা-তে বাংলাদেশের অবন্তি সিঁথি

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ভারতীয় জি বাংলা চ্যানেলের সংগীত বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান ‘সা রে গা মা পা’-তে অতিথি মিউজিশিয়ান হিসেবে অংশ নিলেন বাংলাদেশের সংগীতশিল্পী অবন্তি সিঁথি। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এ কথা জানান তিনি। সিঁথি জানান, কলকাতায় জি বাংলা চ্যানেলের সা রে গা মা পা প্রোগ্রামের স্পেসাল এপিসোডের অতিথি হিসেবে, অতিথি হিসেবে গিয়েছিলাম। যাদেরকে ছোট থেকে টিভিতে দেখে এসেছি তাদের সঙ্গে একমঞ্চে দাঁড়ানোর অনুভূতি ভাষায় প্রকাশের মতো নয়, সুন্দর একটা স্বপ্নের মতো। জীবনে অনেক পারফর্ম করেছি কিন্তু সেখানে গিয়ে নিজেকে ভাগ্যবান মনে হয়েছে। অনুষ্ঠান কেমন হলো সেটা টিভিতে সবাই দেখবেন। এটা আমার জন্য অমূল্য অভিজ্ঞতা। সিঁথি জানান, আগামী ৩০ জানুয়ারি জি বাংলায় অনুষ্ঠানটি প্রচার হবে। উল্লেখ্য, ‘কাপ সং’-এর জন্য তরুণদের কাছে সিঁথি দারুণ প্রিয়। প্লাস্টিকের কাপ, ফয়েল পেপার আর ধাতব মুদ্রা বাজিয়ে সিঁথি অসাধারণ কিছু গান গেয়ে সেগুলোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করেছেন। সম্প্রতি ডিজে রাহাতের কম্পোজিশনে তার একটি গান প্রকাশ পেয়েছে যা ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
হেমন্ত ২১ ডিসেম্বর, ২০১৭, ২:৫১ পিএম says : 0
আমার নাম হেমন্ত চাকমা আমার বয়ছ 19 বছর এবং আমার বাড়ি মারিশা আমি সা রে গা মা পা তে যোগদান করা জন্য আবেদন করলাম
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন