শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সাইফ আলি খান মেয়ে সারার বলিউড অভিষেক নিশ্চিত করলেন, তবে...

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অভিনেতা সাইফ আলি খানকে সবাই একজন দায়িত্বশীল বাবা হিসেবেই জানে। তার সন্তানরা এই বলিউডের পারিপার্শ্বিকতায়ই বড় হয়েছে। সুতরাং এই জগৎ নিয়ে যদি তাদের স্বপ্ন গড়ে ওঠে তাতে বিস্ময়ের কিছু নেই। তবে সাইফ নিজে এই জগৎ আর পেশাকে ঘিরে যে উদ্বেগ আছে তার কারণে চান না তার সন্তানরা অভিনয়ে আসুক।
সাইফ আলি খান তার মেয়ে সারা আলি খানকে তার স্বপ্ন পূরণের পথ থেকে দূরে সরাতে চান না, তবে তিনি এ ব্যাপারে বেশ সতর্ক।
সম্প্রতি একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতাটি বলেছেন, “কাকে দায়ী করব, এটা তো তার জিনেই আছে। প্রথমবার ওয়ার্ল্ড ট্যুরের সময় তাকে সঙ্গে নিয়ে যাবার অভিজ্ঞতা আমার মনে আছে। আমি দেখেছি সে মঞ্চের পেছনের পর্দা সরিয়ে শিল্পীদের পারফরমেন্স দেখতে; তাকে সে সময় আমার সম্মোহিত বলে মনে হয়েছিল। সেই সময়ই সে সিদ্ধান্ত নিয়েছিল এই কাজটিই সে করবে। সেই থেকে চলচ্চিত্র জগৎ অনেক বদলেছে, এখন এই পেশায় অনেক বেশি উদ্বেগ, বিশেষ করে যদি এখনও যাত্রা শুরু না হয়ে থাকে। আমি এই বিষয়ে উদ্বিগ্ন, কিন্তু আমি কিইবা করতে পারি?”
সারার অভিষেক হবে করণ জোহরের চলচ্চিত্র দিয়ে। এ প্রসঙ্গে সাইফ বলেন, “করণ জোহর নতুনদের জন্য একজন ভালো পরিচালক এবং আমার মতে সে-ই তার জন্য সঠিক মানুষ”।
সাইফ জানান, তার ছেলেটিও যদি চলচ্চিত্রে আসে তাতে তিনি অবাক হবেন না, তবে এখন তার একমাত্র মনোযোগের বিষয় পড়াশোনা।
সাইফ-কারিনা দম্পতি সম্প্রতি পুত্র সন্তানের মুখ দেখেছে। ছেলের নাম রাখা হয়েছে তৈমুর আলি খান।
এ বছর অভিনেতাটির দুটি ফিল্ম মুক্তি পাবে- ‘রেঙ্গুন’ আর ‘শেফ’।
সাইফের প্রথম স্ত্রী অমৃতা সিং সারার মা। ২০০৪ সালে অমৃতার সঙ্গে সাইফের বিবাহবিচ্ছেদ হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মারিয়া ২৩ জানুয়ারি, ২০১৭, ১১:৪০ এএম says : 0
দেখা যাক কেমন করতে পারে।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন