মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শরমিন জাহানের নজরুল সঙ্গীতের অ্যালবাম রেশম চুড়ি

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: কণ্ঠশিল্পী শরমিন জাহানের নজরুল সঙ্গীতের অডিও অ্যালবাম ‘রেশমি চুড়ি’র মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রফিকুল ইসলাম, প্রফেসর এমেরিটাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ শ্রী সঞ্জীব দে, বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী ও বাংলাদেশ বেতারের পরিচালক কামাল আহমেদ ও সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান একেএম আরিফুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাসিম আহেমদ এবং শায়লা আহমেদ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিল্পী নিজ কন্ঠে গান পরিবেশন করেন। অ্যালবামটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী শরমিন জাহান বলেন, এটি আমার ৩য় অ্যালবাম। নজরুল সঙ্গীতের এই অ্যালবামটি নিয়ে আমি খুবই আশাবাদী। খুব যতœসহকারে অ্যালবামের গানগুলো করেছি। আশা করি, নজরুল ভক্ত শ্রোতাসহ সব শ্রোতাদের আমার এই গানগুলো অবশ্যই ভালো লাগবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন