বিনোদন ডেস্ক: মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বিজ্ঞাপনে মডেল হলেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। স্ট্যান্ডার্ড ফেব্রিক্সের একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিতিন। গত শুক্রবার বিজ্ঞাপনটির শূটিং শুরু হয়েছে। ফারুকী জানান, বিজ্ঞাপনে তিশা থাকছেন মুখ্য চরিত্রে। পাশাপাশি আরো কয়েকজন মডেল থাকবেন। বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায় চিত্রায়ন হবে। বিজ্ঞাপনটির জিঙ্গেল তৈরি করছে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। এতে কণ্ঠ দিয়েছেন শারমিন সুলতানা সুমি। তিশা বলেন, বিজ্ঞাপন নির্মাণে ফারুকী যেভাবে প্রস্তুতি নিয়েছেন, তাতে আশা করছি ভালো কিছু হবে। উল্লেখ্য, দুই বছর আগে ফারকীর পরিচালনায় বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন তিশা। এটি ছিল একটি বিউটি সোপের বিজ্ঞাপন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন