শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আনজাম মাসুদ-এর পরিবর্তন ম্যাগাজিনে নিথর মাহবুব

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বিটিভিতে বর্তমানে প্রতি মাসে প্রচার হচ্ছে আনজাম মাসুদের উপস্থাপনায় ‘পরিবর্তন’ ম্যাগাজিন অনুষ্ঠান। এবারের ‘পরিবর্তন’ এর একটি বিশেষ পর্বে অংশ নিয়েছেন মাইম শিল্পী নিথর মাহবুব। জনসচেতনতামূলক তিনটি খÐ মাইম পরিবেশন করবেন নিথর মাহবুব। এই পর্বে দর্শকদের মধ্য থেকে লটারির মাধ্যমে বাছাই করা তিনজন দর্শককে মঞ্চে আনা হবে। মাইম তিনটি পরিবেশন শেষে তিন জন দর্শকের কাছে জানতে চাওয়া হবে সমাজ সচেতনতামূলক ¯েøাগান তিনটি কী। যিনি সঠিক উত্তর দিতে পারবেন তার জন্যে থাকবে পুরস্কার। পরিবর্তনের এবারে পর্বটি প্রচার হবে ৩১ জানুয়ারি রাত ১০টার ইংরেজী সংবাদের পর। পরির্তনে’র পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ। প্রযোজনা করেছেন মো. সরওয়ার মিয়া। নিথর মাহবুব বলেন, আনজাম ভাইকে ধন্যবাদ ‘পরিবর্তন’ এ আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। ‘পরিবর্তন’-এর দর্শক পর্বটিতে অংশগ্রহণ করে খুবই ভাল লেগেছে। কারণ আমি সব সময়ই চেষ্টা করি হাস্যরসে সমাজের অসঙ্গতিগুলো মাইমের মাধ্যমে তুলে আনতে। এখানেও আমাকে দিয়ে তাই করানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন