শালিনী অরোরা বর্তমানে ‘এক শৃঙ্গার- স্বাভিমান’ সিরিয়ালে অভিনয় করছেন। এরমধ্যে তিনি ‘উও আপনা সা’ নামে আরও একটি সিরিয়ালে কাজ করার সুযোগ পেয়েছেন। পরের সিরিয়ালটিতে তিনি সুদীপ সাহির অভিনীত আদিত্য সুখাদিয়ার চাচীর ভূমিকায় অভিনয় করছেন; জি টিভির এই সিরিয়ালটিতে তার চরিত্রের নাম শারদা। অন্য দিকে ‘স্বাভিমান’ সিরিয়ালে কেন্দ্রীয় নারী ভূমিকার নাম শারদা যে ভূমিকাটি করছেন প্রাচী শাহ।
আর এই নাম নিয়ে মাঝে মাঝেই বিভ্রান্তিতে পড়ে যান শালিনী। তিনি হেসে বলেন, “আমি পরপর দুই সিরিয়ালে কাজ করে যাচ্ছি। যখন ‘স্বাভিমান’ সিরিয়ালের সেট থেকে ‘উও আপনা সা’র সেটে আসি তখন যদি কেউ বলে ‘এখন শারদা ম্যাডামের শট’ তখন বিভ্রান্ত হয়ে পড়ি যে আমার কথা বলা হচ্ছে না প্রাচীর।”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন