বিনোদন ডেস্ক : বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন এর ৮ম পর্ব প্রচার হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। ৪টি গান, ১টি নাচ, দর্শক প্রতিযোগিতা পর্ব, সমাজের নানা অসঙ্গতি, ত্রুটি-বিচ্যুতি নিয়ে রচিত বেশ কিছু নাট্যাংশ দিয়ে সাজানো হয়েছে এবারের পর্ব। জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর এই প্রথম গাইলেন আরেক জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক আরেফিন রুমির সুর ও সংগীতে। আর গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। আরেফিন রুমির সুর ও সংগীতে নিজের লেখা সূফি ঘরানার আরেটি গান গেয়েছেন সুরকার শিল্পী গীতিকবি তানভীর তারেক। প্রতুল মুখোপাধ্যায়ের লেখা সুর করা ও গাওয়া জনপ্রিয় একটি গান-আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। স্ব-কণ্ঠে গাওয়া এই গানটি নিয়ে এই প্রথম টেলিভিশন পর্দায় পরিবর্তনের মঞ্চে দেখা যাবে জনপ্রিয় উপস্থাপক খন্দকার ইসমাইলকে। শ্রোতাপ্রিয় একটি লালন সংগীত মিলন হবে কত দিনে। চাতক ব্যান্ডের পরিবেশনায় এই গানটিও থাকছে এবারের পরিবর্তনে। সাদাকালো যুগের তিনটি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গানের অংশবিশেষের সাথে ইভান শাহরিয়ার সোহাগের পরিচালনায় নৃত্য পরিবেশন করবেন মডেল অভিনেত্রী নৃত্যশিল্পী মিম চৌধুরী, নৃত্যশিল্পী আসাদ ও ২০ জন সহশিল্পী। মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে দর্শক প্রতিযোগিতা পর্ব সাজানো হয়েছে মূকাভিনয় শিল্পী নিথর মাহবুবের পরিবেশনায় তুলে ধরা বিভিন্ন উপদেশমূলক বিষয় দিয়ে। যেখানে ফুটে উঠেছে সমাজের নানা অসঙ্গতি ত্রুটিবিচ্যুতি। হজম আলী, শালা-দুলাভাই, মামা-ভাগ্নে, মদন ভোলা, পরিবর্তন পাঠশালা ইত্যাদি নিয়মিত পর্বের পাশাপাশি সমাজের সমসাময়িক ঘটনাবলি ও নানা অসঙ্গতি ও ত্রুটিবিচ্যুতি নিয়ে রচিত ব্যাঙাত্মক ও হাস্যরসাত্মক বিভিন্ন নাট্যাংশ পরিবেশিত হবে। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন