বিনোদন ডেস্ক : মায়া, মোমেন্টস, দেয়ালের মতো আলোচিত শর্টফিল্ম নির্মাণের পর তরুণ নির্মাতা ভিকি জাহেদ এবার আসছেন তার নতুন শর্টফিল্ম ‘দূরবীণ’ নিয়ে। শর্টফিল্মটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এইচটিএম রেকর্ডস এর ব্যানারে শর্টফিল্মটি প্রযোজনা করেছেন তাহসিন এন রাকিব এবং সহযোগী প্রযোজক হিসেবে আছেন মুহাম্মাদ তাজুল ইসলাম। এতে অভিনয় করেছেন জনপ্রিয় সঙ্গীত তারকা ও অভিনেতা তাহসান খান, অভিনেত্রী নাদিয়া খানম ও রাজত্য ব্যান্ডের তৌফিক আহমেদ। চিত্রগ্রহণে আছেন সুমন সরকার, সম্পাদনায় সাইফ রাসেল এবং সঙ্গীত পরিচালনা করেছেন মাহামুদ হায়েত অর্পণ। পরিচালক ভিকি বলেন, ‘দূরবীণ’ একটি বিভ্রমের গল্প। যে বিভ্রম এতটাই মায়াবী যে এর অস্তিত্বের ব্যাপারে মানুষের বিন্দুমাত্র সন্দেহ থাকে না। গভীর ভালোবাসা ও মানব সম্পর্কের জটিলতা প্রায়ই এমন বিভ্রম সৃষ্টি করে আমাদের সামনে। তাহসান খানের কণ্ঠে গাওয়া ‘দূরবীণ’-এর একটি গানের মিউজিক ভিডিও খুব শীঘ্রই অনলাইনে মুক্তি পাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন