শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শিল্পীরা এখন সকাল-বিকাল এক সেট থেকে আরেক সেটে দৌড়ায়-বিজরী

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এখন বেশিরভাগ শিল্পী শুটিং সেটে গিয়ে স্ক্রিপ্ট হাতে পায়। তারপর সেটা ভালো করে না দেখেই শুটিং করে। রিহার্সেল দূরের কথা সংলাপই ঠিক মতো মুখস্ত করে না। আমার কথা হচ্ছে নাটকের স্ক্রিপ্ট যদি না পড়ি তাহলে কীভাবে বুঝবো আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে হবে? এখন বেশিরভাগ শিল্পী এ কাজই করছেন। কথাগুলো বললেন, অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। তিনি বলেন, পুরো টিভি ইন্ডাস্ট্রিই এখন ধ্বংসের মুখে। এ অবস্থা চলতে থাকলে আরো ধ্বংস হবে। সংশ্লিষ্টরা যদি এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয় তাহলে পরিণতি যে কী হবে সেটা কেউ বলতে পারে না। শিল্পীদেরও সচেতন হতে হবে। তিনি বলেন, নতুন শিল্পীরা ভালো কাজ করছেন। অনেকের মধ্যে মেধা রয়েছে। কিন্তু সঠিক চর্চার জায়গাটা নেই। সকাল-বিকাল শুধু এক সেট থেকে অন্য সেটে দৌড়াচ্ছে তারা। নির্মাতারা বলছেন তোমরা অমুক সংলাপ দাও। তমুক সংলাপ ওভাবে দাও। এভাবে কী নাটক হয়? একটা সময় নাটকের শুটিং শুরুর আগে অনেক মহড়া হতো। এখন সেটা নেই। উল্লেখ্য বিজরী এখন সকাল আহমেদের পরিচালনায় বাবুই পাখির বাসা নামের একটি ধারাবাহিকে অভিনয় করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন