শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

লাইফ ওকে’র নতুন সিরিজে স্নেহা ভাঘ

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

‘এক বীর আই আরদাস... বীরা’ সিরিয়ালে অভিনয় করে খুব প্রশংসা পেয়েছিলেন স্নেহা ভাঘ। প্রায় দেড় বছর পর তিনি ছোট পর্দায় ফিরছেন ‘শের-এ-পাঞ্জাব : মহারাজা রণজিৎ সিং’ সিরিজটি দিয়ে। অভিনেত্রীটি জানিয়েছেন তা  চরিত্রটি নিয়ে তিনি খুবই সন্তুষ্ট।
পিরিয়ড ড্রামা ধারার সিরিজটিতে স্নেহা মহারাজা রণজিৎ সিংয়ের মায়ের ভূমিকায় অভিনয় করবেন। তার আগের শোতে তিনি যেমন একজন মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তেমনি এটিতেও তিনি রণজিৎ সিংয়ের মা রা কওরের ভূমিকায় অভিনয় করবেন।
“এই প্রথম কেউ মহারাজা রণজিৎ সিংয়ের জীবনী নিয়ে কোনও সিরিজ নির্মাণ করতে যাচ্ছে। এটি নির্মাণের ধারণায় নতুনত্ব আছে। চরিত্রের ব্যাপারে আমাদের এখনও কোনও ধারণা দেয়া হয়নি। একজন পাঞ্জাবি, স্নেহময় একজন মা আর একজন স্ত্রীর ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়ে আমি আনন্দিত,” স্নেহা বলেন।
প্রথম দিকে চরিত্রটির গুরুত্ব থাকবে বেশি কেন্দ্রীয় ভূমিকার বাবার মৃত্যুর পর তাকে লালন-পালনের দায়িত্ব থাকবে তার ওপর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন