বিনোদন ডেস্ক : পাঁচটি গান নিয়ে প্রকাশিত হচ্ছে হৃদয় খানের নতুন অ্যালবাম মেয়ে। গানগুলো সিঙ্গেল ট্র্যাক হিসেবে একে একে রিলিজ হবে। হৃদয় খান জানান, এখন মানুষ সিডিতে গান শুনে না। আগে আমরা ১০টি গান দিয়ে একটি অ্যালবাম করতাম। তার মধ্য থেকে দু-একটি গানের মিউজিক ভিডিও করে প্রকাশ করতাম। দেখা যেত ওই দু-একটি গানই দর্শকপ্রিয়তা পেত। তাই এখন একটি ভালো গান করে তার পাশাপাশি ওই গানটির ভালো একটি ভিডিও করে বাজারে ছাড়া হয়। এতে বেশ সাড়া পাওয়া যায়। তিনি বলেন, এখন গান শোনার পাশাপাশি দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু শুধু একটি মিউজিক ভিডিও করে কোনো শিল্পীই জনপ্রিয়তা পেতে পারে না। তার পাশাপাশি প্রয়োজন ভালো গান। আর এখন দর্শক-শ্রোতারা ভালো-মন্দের পার্থক্য বোঝে। অভিনয় প্রসঙ্গে হৃদয় বলেন, আর হয় তো দেখা যাবে না। কারণ আমি সর্বশেষ নাটকের শূটিং চলাকালেই বলেছিলাম, এবারই প্রথম এবং শেষ। তা ছাড়া আমার আসল জায়গা গান। অন্য কিছু নিয়ে আপাতত ভাবছি না। এখন গান নিয়েই ব্যস্ত থাকতে চাই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন