বিনোদন ডেস্ক : সম্প্রতি অভিনেত্রী ও সংগীতশিল্পী আর্শিনা প্রিয়ার প্রথম একক অ্যালবাম এপির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় রাজধানীর একটি রেস্তোরাঁয়। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওস্তাদ সঞ্জীব দে। অ্যালবামের মোড়ক উন্মোচন করেন তিনি। অ্যালবামের গান লিখেছেন রবিউল ইসলাম জীবন, জিয়াউদ্দিন আলম ও মেহেদী হাসান লিমন। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু, পংকজ, আহমেদ হুমায়ন, প্রতীক হাসান ও শান। আর্শিনা প্রিয়া বলেন, আমি বেশিরভাগ সময় দেশের বাইরে থাকি। মিডিয়ার প্রতি ভালবাসার কারণে মাঝে মাঝে দেশে আসা হয়। এ সময় চেষ্টা করি দর্শকদের জন্য কিছু উপহার দেয়ার। সেই প্রয়াস থেকেই এবার আমার নতুন গানের অ্যালবাম। এপির টাইটেল গানের মিউজিক ভিডিও করার সিদ্ধান্ত নিয়েছি। ভালো মানের একটি মিউজিক ভিডিও দর্শকদের উপহার দিতে পারব বলে আশা করছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন