ময়মনসিংহ আঞ্চলিক অফিস : সংসদের বাইরে থাকা রাজনৈতিক দল বিএনপি নাচতেও জানে না, হাঁটতেও জানে না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।
তিনি বলেন, নির্বাচনে হেরে যাবার ভয়েই বিএনপি সার্চ কমিটি নিয়ে ষড়যন্ত্র করছে। একের পর এক অভিযোগ করছে।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার অডিটোরিয়ামে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাধা রোম মুদকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিংস, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড কমল সাহা চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. সুজিত বর্মণসহ প্রমুখ।
আগামী নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন গঠিত হচ্ছে জানিয়ে রাশেদ খান মেনন বলেন, প্রেসিডেন্ট তার সাংবিধানিক দায়িত্ব হিসেবে নির্বাচন কমিশন গঠনের জন্য ৩১টি রাজনৈতিক দলের সাথে কথা বলেছেন। আর সেই কথার ভিত্তিতেই তিনি অনুসন্ধান কমিটি গঠন করেছেন। যার প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিকে কেন্দ্র করে ত্রিশালে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের সাথে কথা বলে দ্রæত এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। পরে মন্ত্রী ময়মনসিংহ নগরীর খাগডহর এলাকায় ‘ময়মনসিংহ ট্যুরিজম ক্লাব’র অভিষেক অনুষ্ঠানে যোগ দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন