শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

দিনব্যাপী সুরবিহার পিঠা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত ২৮ জানুয়ারি ধানমন্ডিস্থ সঙ্গীত ও আঁকা শেখার পাঠশালা সুরবিহার আয়োজন করে দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অণিমা রায়ের পরিচালনায় এই সংস্কৃতির পাঠশালায় প্রতিবছরের মতো এবছরও বর্ণাঢ্যভাবে সারাদেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী পিঠা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শুরু হয় শীত বিষয়ক অংকন ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠান। সঙ্গীতে বিচারক অতিথি হিসেবে অংশ নেন ইমপেরিয়াল কলেজের শিক্ষক, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী এটিএম জাহাঙ্গীর। প্রতিযোগিতা অনুষ্ঠানের পর বিভিন্ন এলাকার অভিভাবকদের তৈরি বাঙালির ঐতিহ্যবাহী পিঠাপুলির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের এই পর্বে পিঠাপুলির আকৃতি ও গুণগত মান বিশ্লেষণ করতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রন্ধনবিদ কেকা ফেরদৌসী। অণিমা রায় বলেন, ‘আমার কাছে এটি একটি শীতকালীন উৎসব। কারণ নগর যান্ত্রিকতায় আমাদের প্রত্যেকের শৈশবে ঘুরে ফিরে সেই পিঠা পুলির স্মৃতি তাড়িত হয়। যা এই প্রজন্মের সন্তানেরা জানে না। এ প্রজন্মের ছেলে মেয়েদেরকে সেই সময়টিতে ফেরানোই আমাদের উদ্দেশ্য ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন