বিনোদন ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ বিজ্ঞাপনে মডেল হয়েছেন। তাকে প্রাণ-আরএফএল গ্রুপের কোমল পানীয় চিয়ার আপের বিজ্ঞাপনে দেখা যাবে। পণ্যটির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হয়েছেন তিনি। এ নিয়ে তার সঙ্গে সম্প্রতি প্রাণ-আরএফএল-এর চুক্তি হয়েছে। টিভিসি, বিলবোর্ডসহ পণ্যটির বিভিন্ন প্রচারণায় বছরব্যাপী অংশগ্রহণ করবেন রিয়াদ। ইতোমধ্যে বিজ্ঞাপনের কাজ শেষ হয়েছে। গত সোমবার এর শুটিং হয় তেজগাঁওস্থ কোক স্টুডিওতে। এটি নির্মাণ করেন নাফিজ রেজা। মাহমুদুল্লাহ রিয়াদ জানান, বিজ্ঞাপনের জন্য প্রচুর প্রস্তাব পাই। নিজের সঙ্গে খাপ খায় না বলে এড়িয়ে গিয়েছি বেশ কয়েকবার। এবারের আইডিয়াটা বেশ ভালো লেগেছে। তাই কাজটি করেছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন