আগামীকাল একক চলচ্চিত্র হিসেবে বলিউডে ‘আলিফ’ মুক্তি পাচ্ছে। গত সপ্তাহে মুক্তিপ্রাপ্ত দুটি ফিল্মই অবস্থান বজায় রেখেছে এবং আগামী সপ্তাহতেও তা বজায় থাকবে আর এটি তেমন প্রচার পায়নি বলে মাঝারি বা কম আয় করতে পারে। একই দিন ‘রানিংশাদি.কম’ কথা ছিল, এর মুক্তি দুই সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে।
এবিইনফোসফ্ট ক্রিয়েশন এবং জলসা পিকচার্সের ব্যানারে মুক্তি পাচ্ছে ড্রামা ফিল্ম ‘আলিফ’। প্রযোজনা করেছেন জয়গাম ইমাম এবং পবন তিওয়ারি। জয়গাম ইমামের পরিচালনায় অভিনয় করেছেন মোহাম্মদ সৌদ, ঈশান কৌরব, নীলিমা আজিম, ভাবনা পানি, দানিশ হোসেন, পবন তিওয়ারি এবং আদিত্য ওম। বেনারসের এক মুসলিম পরিবার তাদের মাদরাসাগামী এক শিশু সন্তানকে স্কুলে দেবার পর মুসলিম সমাজ এবং তাদের আত্মীয়স্বজনের কোপের মুখে পড়বার বাস্তব এক কাহিনী অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন