শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ভাষার মাসে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বর্ণমালার সাথে

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে এনটিভিতে শুরু হয়েছে ভাষা নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বর্ণমালার সাথে’। ভাষার মাস উপলক্ষে এনটিভি নিয়মিতভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে। প্রতিদিন সন্ধ্যা ৬.৪৫ মিনিটে প্রচার হবে এই অনুষ্ঠান। জাফর আব্দুল্লাহ’র উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিকল্পনা ও প্রযোজনা করেছেন হাসান ইউসুফ খান। ২১ পর্বের এই অনুষ্ঠানটির চ‚ড়ান্ত পর্ব প্রচার হবে ২১ ফেব্রæয়ারি। ঢাকা মহানগরীর মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো থেকে বাছাই প্রক্রিয়ার মাধমে দশম শ্রেণীর ৩২ জন শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে বাংলা ভাষা শিক্ষায় ও চর্চায় আরো মনোযোগী করতে অনুষ্ঠানটি নির্মিত হচ্ছে। সমাজের সর্বস্তরে মাতৃভাষার চর্চাকে উৎসাহিত করতে মূলত, এই অনুষ্ঠানের পরিকল্পনা। অনুষ্ঠানে বাংলা ভাষাবিষয়ক বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি বাংলা সাহিত্যের কীর্তিমান লেখকদের পরিচিতি ও তাঁদের উল্লেখযোগ্য সাহিত্য কর্মের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরা হবে। এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হবে। চূড়ান্ত পর্বে ৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন