বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

স্পিন ফ্রেন্ডলি উইকেটের দিকে তাকিয়ে তাইজুল

অশ্বিনের টিপস নিতে চান মিরাজ # শুভাশিষেরও চাই কোহলির উইকেট

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : হোমে ভারতের মুলশক্তি স্পিন, সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ৪-০তে টেস্ট সিরিজ জয়ে মূল অবদান ২ স্পিনার অশ্বিন, রবীন্দ্র জাদেজার। হোমে ভারত যেখানে স্পিন শক্তি নিয়ে বছরের পর বছর চালাচ্ছে রাজত্ব, সেখানে বাংলাদেশ দলের প্রধান বোলিং অস্ত্রও স্পিন! অশ্বিন-জাদেজা জুটির সঙ্গে লড়াইটা ভালই জমবে বাংলাদেশের স্পিন ত্রয়ী সাকিব-তাইজুল, মিরাজের। ভারতের মাটিতে এই প্রথম টেস্ট খেলতে গতকাল ঢাকা ছেড়ে যাওয়ার প্রাক্কালে কথার লড়াইয়ের উত্তাপ ছড়িয়ে দিয়েছেন তাইজুল,মিরাজ। ১১ টেস্টে ৪৩ উইকেট নেয়া বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম নিউজিল্যান্ড সফরে পাননি খেলার সুযোগ। কন্ডিশনের কারণেই দলের কম্বিনেশনে হয়নি জায়গা তার। তবে এবার সফরটা যেহেতু ভারতে, হায়দারাবাদ টেস্টে তাই স্পিনারদেও মেলে ধরার স্বপ্নই দেখছেন নাটোরের এই ছেলেটিÑ ‘আমাদের দলে এখন ভালো মানের স্পিনার আছে। মিরাজ, সাকিব ভাই, এবং আরও স্পিনার যারা আছে তারা সবাই ভালো। আশা করি ভারতে যদি স্পিন ট্র্যাক হয় তাহলে ভালো কিছুই হবে।’
ভারতের তারকা ব্যাটসম্যানদের শিকারে পর্যাপ্ত স্পিন অস্ত্র মজুদ আছে বাংলাদেশ দলে, তা মনে করছেন ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজÑ ‘আমার মনে হয় ভারতে স্পিনাররা সহয়তা পাবে। তাদের দলে ভালো স্পিনার আছে, আমাদের দলেও অভিজ্ঞ এবং ভালো মানের অভিজ্ঞ স্পিনার আছে। তাইজুল ভাই আছেন, সাকিব ভাই আছেন আর আমিও ভালো করছি। ওদের অনেক ভালো ব্যাটসম্যান আছে, আমরা যদি ভালো জায়গায় বল করতে পারি, তাহলে ভালো কিছু করা সম্ভব।’
ইনজুরির কারনে ক্রাইস্টচার্চ টেস্ট খেলতে পারেননি দলের অন্যতম সেরা তিন ব্যাটসম্যান মুশফিকুর, ইমরুল, মুমিনুল। এই ত্রয়ীকে ভারত সফরের দলে পাওয়ায় বাংলাদেশ দলের ব্যাটিং শক্তি গেছে বেড়ে, আত্মবিশ্বাসের পারদ এখন অনেক ঊচুঁতে বলে মনে করছেন মিরাজÑ ‘আমাদের ব্যাটসম্যানরা এখন অনেক আত্মবিশ্বাসী। আমাদের মুশফিক ভাই, মুমিনুল ও ইমরুল ভাই ফিরে এসেছে। আশা করি আমরা ভালো কিছু পাবো।’
এই মুহুর্তে বিশ্বেও সবচেয়ে ভয়ংকর স্পিনার রবিচন্দন অশ্বিন। ৪৪ টেস্টে ২৪৮ উইকেট শিকারী এই অফ স্পিনার গত বছর মাত্র ১২ টেস্টে শিকার করেছেন ৭২টি উইকেট! নিজে অফ স্পিনার বলে এমন এক ভয়ংকর অফ স্পিনারের টিপস নিতে চান মেহেদী মিরাজÑ ‘অশ্বিন বিশ্বমানের একজন খেলোয়াড়। খেলা শেষে ওনার সঙ্গে কথা বলে কিছু টিপস নিতে চাই। ম্যাচে কিভাবে বোলিং করেন, তা কাছ থেকেই দেখতে পারবো। এখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে চাই।’
ওয়ানডে অভিষেকে ৫ উইকেটে প্রথম বাংলাদেশী বোলার তাসকিন। ২০১৪ সালে সেই স্মরনীয় অভিষেকটা ছিল তাসকিনের ভারতের বিপক্ষে। ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেলে একটু বেশিই চাঙ্গা হন, অতীতে ৫টি ওয়ানডে ম্যাচে ১২ উইকেট তাসকিনের সেই রূপটাই দিচ্ছে মনে করিয়ে। ভারতের মাটিতে এই প্রথম টেস্ট খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। এই ঐতিহাসিক টেস্টের দলে আছেন, তাতেই অন্য এক রোমাঞ্চ অনুভব করছেন তাসকিন। নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে তারÑ ‘অবশ্যই আমি ভাগ্যবান। কারণ ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট দলে সুযোগ পেয়েছি। ম্যাচে খেলার সুযোগ পেলে স্মরণীয় কিছু করার চেষ্টা করবো। চেষ্টা করবো এমন কিছু স্পেল করতে, যে স্পেলে ম্যাচ ঘুরতে পারে।’ কোহলীর উইকেট চাইÑক’দিন আগে পেস বোলার কামরুল ইসলাম রাব্বী দিয়েছেন ঘোষণা। ৫৩ টেস্টে ১৫ সেঞ্চুরিতে ৪২০৯ রানের মালিক অশ্বিনের সময়টা যাচ্ছে দারুন। গত বছর ১২ টেস্টে ৪ সেঞ্চুরি, ২ ফিফটিতে ১২১৫ রানে অন্য উচ্চতায় উঠে আসা ভারত টেস্ট অধিনায়কের উইকেটটি টার্গেট করেছেন বাংলাদেশের আর এক পেস বোলার শুভাশিষ রায়Ñ ‘বিরাট কোহলি বিশ্বের সেরা কয়েকজনের মধ্যে একজন। কোহলির উইকেট পেলে তো খুব ভালোই হবে।’
ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট স্কোয়াডের সদস্য হতে পেরে গর্ব অনুভব করছেন শুভাশিষÑ ‘এমন একটা ঐতিহাসিক সফরে যাওয়ার সুযোগ পেয়ে। সবার কাছে দোয়া চাচ্ছি। যদি সুযোগ পাই, তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারি, সে লক্ষ্য থাকবে। ভারতের প্রচলিত স্পিন বান্ধব উইকেটে পেস বোলারদের করনীয়টা জেনে নিতে চান টিম ম্যানেজমেন্টের কাছ থেকেÑ ‘ম্যাচে ক’জন পেস বোলার খেলবে, ওখানে যাওয়ার পর উইকেট দেখে টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিবেন। সুযোগ পেলে কোচ-অধিনায়করা যেভাবে বলবে সেই পরিকল্পনা অনুযায়ী করার চেষ্টা করবো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন