শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

তানভীর তারেকের সাথে গানবাংলা’র ভালোবাসার ওয়াদা

প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দীর্ঘ বিরতির পর তরুণ মেধাবী সঙ্গীত পরিচালক তানভীর তারেক-এর সুর ও সঙ্গীতে নতুন অ্যালবাম ‘ওয়াদা’র অডিও সিডি মুক্তি পেয়েছে। সিডি চয়েসের ব্যানারে মুক্তি পাওয়া অ্যালবামের ৯টি গানের সুর ও সঙ্গীত তানভীর তারেকের। গান গেয়েছেন তানভীর তারেক, কাজী শুভ, পারভেজ ও লিজা। অ্যালবামের অধিকাংশ গানের কথা লিখেছেন সঙ্গীত পরিচালক নিজেই। বাকি গানগুলো লিখেছেন অনুরূপ আইচ, জাহিদ আকবর, মাহমুদ মানজুর ও রেজাউর রহমান রিজভী। সম্প্রতি ওয়াদা অ্যালবামের গানের ভিডিও নির্মাণের ঘোষণা দিয়েছে সঙ্গীত বিষয়ক চ্যানেল গানবাংলা। ‘ওয়াদা’ অ্যালবামে তানভীর তারেকের গাওয়া ‘মেঘলা এ মন’ গানটির ভিডিও নির্মিত হবে গানবাংলার তত্ত¡াবধানে। এ প্রসঙ্গে গানবাংলার প্রধান নির্বাহী জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক কৌশিক হোসেন তাপস বলেন, ‘তানভীর তারেক আমার প্রিয় মানুষদের একজন, প্রিয় মিউজিশিয়ানদের একজন। গানবাংলা’র শুরু থেকেই তানভীরের প্রতিটি মিউজিকের সাথে ছিল এবং আছে। তার গাওয়া ‘ঝুম বরষা’ এবং ইচ্ছে হলে’ গান দুটি আমরা বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার করেছি। এ অ্যালবামে তার গাওয়া ‘মেঘলা এ মন’ গানটি কথা সুর, কম্পোজিশন ও গায়কী মিলিয়ে দারুণ এক কম্পোজিশন হয়েছে যা শুনেই মুগ্ধ হয়েছি। তাই আমরা গানটির ভিডিও তৈরির ওয়াদা করেছি। খুব শিগগিরই এর ভিডিও তৈরির কাজ শুরু হবে।’ চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফারজানা মুন্নী বলেন, ‘তানভীর ভাইয়ের গান আমার অনেক আগে থেকেই প্রিয়। ‘ওয়াদা’ অ্যালবামের ‘মেঘল এ মন’ গানটিতে অসাধারণ এক কাব্যময়তা আছে, যা শুনে দারুণ এক গল্প চোখে ভাসে। সেটিই তার এই ভিডিওতে তুলে ধরা যাবে। ওয়াদা অ্যালবামের সকল সদস্যকে গানবাংলার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।’ উল্লেখ্য, খুব শিগগিরই কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীর নির্দেশনায় গানটির চিত্রায়নের কাজ শুরু হবে বলে গান বাংলার পক্ষ থেকে জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন