বিনোদন ডেস্ক : আগামী পহেলা বৈশাখে মুক্তি পেতে যাচ্ছে দেশীয় সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী ফেরদৌস ওয়াহিদের নতুন একক অ্যালবাম। তার এই নতুন একক অ্যালবামের শিরোনাম ‘রোদের বুকে’। ৭টি গান দিয়ে সাজানো এটি তার ২২তম একক অ্যালবাম। ইতোমধ্যে অ্যালবামটির কাজস¤পন্ন হয়েছে। অ্যালবামটিতে গান লিখেছেন রবিউল ইসলাম জীবন, মোজাম্মেল হক, মাসুম আওয়াল ও ফারুক আনোয়ার। গানগুলোর সুর করেছেন টফি রেনার, সামিউল ইসলাম জুন ও সাবিত আইয়ুব। সঙ্গীতায়োজন করছেন সাবিত আইয়ুব ও মোশাররফ আজমী। উল্লেখ্য, ২০১৩ সালে ফেরদৌস ওয়াহিদের সর্বশেষ একক অ্যালবাম ‘মাধুরী’ প্রকাশিত হয়েছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন