শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সিদ্দিকুর-দুলাল চমক চলছেই

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ভালো সূচনা না করলেও বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে এসে ঘুরে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের কৃতি গলফার সিদ্দিকুর রহমান। কুর্মিটোলা গলফ কোর্সে দ্বিতীয় রাউন্ডে নিজের যোগ্যতা প্রমাণ করার পর তৃতীয় রাউন্ডে আবার চমক দেখালেন তিনি। প্রথম দিন শেষে সিদ্দিকুর ছিলেন যৌথভাবে ২৯তম স্থানে। আর যৌথভাবে পঞ্চমস্থানে থেকে দ্বিতীয় দিন শেষ করেন এই গলফার। আর গতকাল টুর্নামেন্টের তৃতীয় দিনে নৈপূণ্য দেখিয়ে উঠে এসেছেন যৌথভাবে তৃতীয়স্থানে। শুধু সিদ্দিকুরই নন, এই রাউন্ডে চমক দেখালেন স্বাগতিক আরেক গলফার দুলাল হোসেনও। দ্বিতীয় রাউন্ডে ২২তম স্থানে থাকলেও ১২তম স্থানে ওঠে এসে তৃতীয় রাউন্ডের খেলা শেষ করেন দুলাল।
কুর্মিটোলা গলফ কোর্সে বসুন্ধরা এশিয়ান ট্যুর গলফে কাল তৃতীয় রাউন্ডে পর পর দুটি বোগি দিয়ে দিন শুরু করেন সিদ্দিকুর। পরে অবশ্য ঘুরে দাঁড়ান লাল-সবুজের এই গলফার। ছয়টি বার্ডি ও তিনটি বোগি দিয়ে তৃতীয় রাউন্ড শেষ করেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে আট শট কম খেলে যুক্তরাষ্ট্রের ডজ কেমারের সঙ্গে লিডারবোর্ডে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। সিদ্দিকুরের মতো এদিন দারুন ভাবে ঘুড়ে দাড়িয়েছেন বাংলাদেশী আরেক গলফার দুলাল হোসেন। তৃতীয় রাউন্ডে পাঁচটি বার্ডি ও দুটি বোগি করা দুলাল লিডারবোর্ডে এগিয়েছেন অনেকটা। এই গলফার সব মিলিয়ে পারের চেয়ে চার শট কম খেলে দুই জনের সঙ্গে যৌথভাবে দ্বাদশস্থানে উঠে এসেছেন। লিডারবোর্ডে সামান্য এগিয়েছেন জামাল হোসেনও। এছাড়া স্বাগতিক গলফারদের মধ্যে সজীব আলি যৌথভাবে ৩১তম, রবিন মিয়া যৌথভাবে ৪৭তম, বাদল হোসেন ও মোহাম্মদ নাজিম যৌথভাবে ৫৬তম স্থানে রয়েছেন। কাট পেরিয়ে তৃতীয় রাউন্ডে আসা স্থানীয় দশ গলফারের মধ্যে বাকি তিন জন আকবর হোসেন, মোহাম্মদ জিয়া ও সম্রাট শিকদার আছেন লিডারবোর্ডের নীচের দিকে। আসরের তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৩ শট কম খেলে এককভাবে শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের জাজ জানেওয়াত্তানানোন্দ। ৯ শট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারতের শুভংকর শর্মা। তিন লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টের আজ শেষ রাউন্ড। আসরে বিশ্বের বিভিন্ন দেশের ১৩২ জন গলফার অংশ নিচ্ছেন। এশিয়ান ট্যুর স্বীকৃত এ টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের ৩৩ জন পেশাদার ও ছয় অ্যামেচার গলফার খেলছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন