স্টাফ রিপোর্টার : বিএনপির বিভিন্ন স্তরের কমিটির নেতাদের নিয়ে সিরিজ বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওইসব বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পরবর্তী কৌশল নির্ধারণে আলোচনা হবে। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।
সিরিজ বৈঠকের অংশ হিসেবে গতকাল সোমবার রাতে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক করেছেন তিনি। রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার রাত ৯টায় দলের ভাইস চেয়ারম্যানদের বৈঠক, ১১ জানুয়ারি রাত ৯টায় দলের উপদেষ্টা কাউন্সিলের বৈঠক এবং ১২ জানুয়ারি রাত ৯টায় ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক হবে। রিজভী আহমেদ জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি, নতুন নির্বাচন কমিশন গঠনসহ নানা বিষয়ে আলোচনা করতে বিএনপি চেয়ারপারসন এসব বৈঠক আহŸান করেছেন। সবগুলো বৈঠক হবে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে রাত ৯টায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন