বিনোদন ডেস্ক : মডেল আরমান এখন দুবাইতে মডেল হিসেবে কাজ করছেন। এর আগে দেশেও বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেন। তার স্বপ্নও মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা। পাশাপাশি অভিনয়ে মনোনিবেশ করা। পটিয়া থানার শোভনদন্দী গ্রামের ছেলে আরমান ছোটবেলা থেকেই সংস্কৃতমনা মানুষ হিসেবে বেড়ে উঠেছেন। বাবা আবু তাহের ও মা মনোয়ারা বেগমের তিন সন্তানের একজন আরমান এরিমধ্যে বেশ কয়েকটি ফ্যাশন হাউজের মডেল হয়ে কাজ করেছেন। মডেলিং ছাড়াও তিনি দুইটি শর্টফিল্মে অভিনয় করেছেন। শোভননদন্ডী স্কুল এন্ড কলেজের ছাত্র আরমান বি জি সি ট্রাস্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক করেছেন। বর্তমানে আরমান দুবাইতে বসবাস করছেন। সেখানেও তিনি মডেলিংয়ের সাথে যুক্ত। আগামী মাসে একটি টেলিফিল্মে অভিনয় করতে দেশে আসবেন এই মডেল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন