বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবসে আসছে অস্ট্রেলিয়া প্রবাসী সংগীত শিল্পী মালার বিশেষ সিঙ্গেল ট্র্যাক ‘শূন্যে ওড়াউড়ি’। গানটির কথা লিখেছেন সজীব শাহরিয়ার। গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন অটমনাল মুন। গানটি রিলিজ হচ্ছে সুরঞ্জলির ব্যনারে। গানটির একটি মিউজিক ভিডিও আসছে ভালোবাসা দিবসে। গীতিকার সজীব শাহরিয়ার বলেন, মালা ও মুনের সাথে এটি আমার প্রথম কাজ। আশা করছি, গানটি সকলের ভালো লাগবে। গানটির বিষয়ে সংগীত শিল্পী মালা বলেন, আমি চেষ্টা করেছি গানটি ভালোভাবে গাইতে। গানটি সবার ভালো লাগবে। সুরকার ও সংগীত পরিচালক মুন বলেন, গানটির কাজ অনেক সময় নিয়ে করেছি। গানটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন