বিনোদন ডেস্ক : গত সোমবার রাজধানীর একটি শুটিং স্টুডিওতে ‘জীবনের ¯্রােত’ একক অ্যালবামের ‘ফিরে চাও’ গানের ভিডিও’র শুটিং হয়। শুটিং চলাকালেই সংশ্লিষ্ট শিল্পী-মডেল ও কলাকুশলীরা ব্যতিক্রমধর্মী একটি উদ্যোগ নেন। তারা শুটিংয়ের মাঝেই ‘ফিরে চাও’ গানের গীতিকার রেজাউর রহমান রিজভীর প্রথম কবিতাগ্রন্থ ‘ভালোবাসার অবাক চোখ’-এর মোড়ক উন্মোচন করেন। রিজভী বলেন, ‘আমি মূলত গানেরই মানুষ। তাই আমার লেখা গানের ভিডিও’র শুটিংয়ে নিজের প্রথম কবিতাগ্রন্থের মোড়ক উন্মোচনের ব্যাপারটি নিঃসন্দেহে দারুণ। সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানাচ্ছি এ ধরনের ব্যতিক্রমী একটি উদ্যোগ নেয়ার জন্য।’ উল্লেখ্য, রেজাউর রহমান রিজভীর লেখা ‘ফিরে চাও’ গানটিতে সুর-সংগীতের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন নমন। অগ্নিবীণা (জি সিরিজ)-এর ব্যানারে আসন্ন ভালোবাসা দিবসে অ্যালবাম ও মিউজিক ভিডিও উভয়ই রিলিজ হবে। উল্লেখ্য, এবারের একুশে বইমেলায় রেজাউর রহমান রিজভীর প্রথম কবিতাগ্রন্থ ‘ভালোবাসার অবাক চোখ’ প্রকাশিত হয়েছে। দোয়েল প্রকাশনীর ৩২৮ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন