বিনোদন ডেস্ক : খসে পড়া পলেস্তার দেয়ালের বাড়ি। আলগা রঙে ঝকঝকে করার চেষ্টা। আভিজাত্যটা ধরে রাখবে তবুও। বংশ পরম্পরায় চলে আসা রীতি হচ্ছে শুদ্ধ হতে দুধে হাত ধোয়া কিংবা দুধে গোসল। এ বংশের উচ্ছল তরুণীকে ভালোবাসে ছেলেটি। এরপর গল্পের মোড় নেয় অন্যদিকে। ‘স্বপ্নে খুঁজি তোমায়’ নামে একটি গানে এমন এক কাহিনীর মিউজিক ভিডিওতে মডেল হলেন অরণ্য পাশা ও রিফাত জাহান। সাহাদত হোসেনের সুর ও গায়কীতে গানটি মিউজিক কম্পোজ করেছেন রেজোয়ান শেখ। গানটি লিখেছেন অরণ্য পাশা। সিডি চয়েসের ব্যানারের প্রকাশিত এ মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। আশিক জানান, ‘নাটক নির্মাণ করলেও কখনো আমি মিউজিক ভিডিও নির্মাণ করিনি। এবারই প্রথম। গানটির জন্য আমার পুরো টিমকে ধন্যবাদ। কারণ তারা অনেক পরিশ্রম করেছেন। আশা করি গানটি সবার ভালো লাগবে।’ ঢাকা, কালিয়াকৈর, নবাবগঞ্জ, দোহার মৈনন ঘাটে গানের চিত্রধারণ করা হয়েছে। অরণ্য পাশা বলেন, ‘আমি নিয়মিত কাজ করি না। মাঝে মাঝে করি। খুব ভেবেচিন্তে করি। কয়েক মাসের পরিকল্পনা থাকে। আশা করি, এ মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন