বিনোদন ডেস্ক: এর আগে জুটিবদ্ধ হয়ে বেশকিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন সংগীতশিল্পী কাজী শুভ ও স্বরলিপি। এই ধারাবাহিকতায় নতুন আরো একটি গানে কণ্ঠ দিলেন এই দুই শিল্পী। গানের নাম ‘বুকের মাঝে’। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জেকে মজলিশ। সম্প্রতি গানটিতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ ও স্বরলিপি। গানটি ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি করা হয়েছে। লেজারভিশনের ব্যানারে প্রকাশ পেতে যাওয়া ‘লাভ ডুয়েটস-২’ অ্যালবামে স্থান পাবে গানটি। আগামী কয়েকদিনের মধ্যে অ্যালবামটি বাজারে আসবে। কাজী শুভ বলেন, অনেক সুন্দর কথা-সুরের একটি রোমান্টিক গান এটি। আমার গাইতে বেশ ভালো লেগেছে। স্বরলিপি বলেন, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গানটি প্রকাশ হবে। তাই গানটির কথায়ও ভালোবাসার আকুতিই ফুটে উঠেছে। কাজী শুভ ভাইয়ার সঙ্গে এর আগেও গেয়েছি। তবে এ গানটি শ্রোতাদের মনে বিশেষ দাগ কাটবে বলেই আমার বিশ্বাস। এদিকে ভালোবাসা দিবসে এ গানটি প্রকাশের পর এর ভিডিও প্রকাশ হবে বলেও জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন