শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ভালোবাসা দিবসে খাইরুলের মিউজিক ভিডিও পাগলামি

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে তরুণ শিল্পী খাইরুল ওয়াসীর প্রথম মিউজিক ভিডিও ‘পাগলামি’। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন খায়রুল নিজেই। ইতোমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ধামরাইয়ের বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওটির শুটিং শেষ হয়েছে। খাইরুল বলেন, ‘এটি একটি রোমান্টিক গান। এ গানের মিউজিক ভিডিওতে দেখানো হয়েছে কাছের বন্ধুদের মাঝেও প্রেম হয় এবং ছেলেটি তার ভালোবাসা প্রকাশ করার জন্য অনেক দুষ্টু মিষ্টি কাজ করে। যাকে বলা যায় পাগলামি। তাই এর নাম দেয়া হয়েছে পাগলামি।’ মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে এমনটাই প্রত্যাশা এই উদীয়মান শিল্পীর। এই মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন তানভীর আজাদ ও কারিন নাজ। গানটির চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন জুবায়ের মোস্তফা। মিউজিক ভিডিওটির সার্বিক তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রযোজক সৈকত ইসলাম। এটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গান বাজনার ব্যানারে বাজারে আসবে বলে জানান এই ফোক গানের শিল্পী। ছায়ানট থেকে দীর্ঘদিন গানের তালিম নেয়া এই শিল্পী ‘আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান ২০১৫’-এর প্রথম রানারআপ হন। ইতোমধ্যেই তিনি অরুণ চৌধুরীর নির্মাণাধীন ‘আলতা বানু’ সিনেমায় ‘সোহাগ চাঁদ বদনী ধ্বনি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন। সুর ও কণ্ঠ দিয়েছেন ইমপ্রেস টেলিফিল্মের নির্মাণাধীন ‘গাঁয়ের নামটি পলাশপুর’ ধারাবাহিক নাটকের টাইটেল সংয়ে। গেয়েছে ঢাকা কলেজের থিম সং। এছাড়াও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০তম ব্যাচের থিম সংয়ের সুরকার ও গায়ক। গানের প্রতি আগাধ ভালোবাসা থেকে ‘গান বাজনা’ নামে একটি ব্যান্ড গড়ে তুলেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন