শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ভালোবাসা দিবসে ইমরান-বৃষ্টির যদি হাতটা ধরো

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন চলতি প্রজন্মের জনপ্রিয় শিল্পী ও সংগীত পরিচালক ইমরান ও কণ্ঠশিল্পী বৃষ্টি। গানটির শিরোনাম ‘যদি হাতটা ধরো’। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। এটি ভালোবাসা দিবস উপলক্ষে লেজার ভিশনের ব্যানারে প্রকাশ পেতে যাওয়া ‘লাভ ডুয়েটস-২’ অ্যালবামে স্থান পাবে। ইমরান বলেন, এটি একেবারেই একটি ভিন্নমাত্রার গান। ভালো গানের শ্রোতারা এ গানটি পছন্দ করবেন বলে আমার বিশ্বাস। আমার সঙ্গে গানটি গেয়েছে বৃষ্টি। সে বরাবরের মতোই অসাধারণ গেয়েছে। আমার মনে হয় ভালোবাসা দিবসে গানটি অন্যরকম আনন্দ দেবে শ্রোতাদের। বৃষ্টি বলেন, ইমরান ভাইয়ের সঙ্গে এর আগেও কিছু গান করেছি। তবে এবারের গানটি একেবারেই ভিন্নধর্মী। খুব মিষ্টি প্রেমের কিন্তু গতানুগতিক ধারার বাইরের গান। গানটির কথা ও সুর আমার খুব মনে ধরেছে। উল্লেখ্য, আগামী কয়েক দিনের মধ্যেই ফয়সাল রাব্বিকীনের কথায় লেজার ভিশন থেকে প্রকাশ পাবে তারকাবহুল দ্বৈত গানের অ্যালবাম ‘লাভ ডুয়েটস-২’। এ অ্যালবামে ইমরান ও বৃষ্টি ছাড়াও থাকছেন চলতি প্রজন্মের কয়েকজন সংগীত তারকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন