শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষাঙ্গন

সিইউএসটির সেমিস্টারের নাম স্বাধীনতা ও বিজয়

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি দেশের বিশেষায়িত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রধানমন্ত্রীর সদয় সম্মতি ও ইউজিসির অনুমোদন পায়। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের পাঠদানের অনুমতি প্রক্রিয়াধীন। ছাত্রছাত্রীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে, তাদের মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে এবং দেশের জাতীয় চেতনাকে জাগ্রত করতে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্তৃপক্ষ শিক্ষাবর্ষের দু’টি সেমিস্টারের নামকরণ করেছে স্বাধীনতা ও বিজয় নামে, যা ইতোমধ্যে সুধিজনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। স্বাধীনতা, জাতীয় চেতনা ও মূল্যবোধকে সামনে রেখে এবং লক্ষ প্রাণের বিনিময়ে কষ্টার্জিত এই স্বাধীনতা ও বিজয়ের ইতিহাসকে ছাত্রছাত্রীদের মাঝে ও পুরো বিশ্বে ছড়িয়ে দিতে সিইউএসটি এরূপ নামকরণ করেছে। একটি দেশের দিবসকে নিয়ে কোনো বিশ্ববিদ্যালয়ের সেমিস্টারের নামকরণ বিশ্বে প্রথম। যা দেশপ্রেমের অপার নিদর্শন। সেমিস্টারের নামকরণ প্রসঙ্গে সিইউএসটির ভিসি অধ্যাপক ড. গাজী মাহবুবুল আলম বলেন, ‘সেমিস্টার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়ালেখার একটা টাইম ফ্রেমওয়ার্ক। বিশ্বের প্রায় সব বিশ্ববিদ্যালয় ও এমনকি এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোও পশ্চিমা সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে সেমিস্টারের নামকরণ করে থাকে। কিন্তু আমরা এ ক্ষেত্রে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রাধান্য দিয়েছি।’
স্বাধীনতা সেমিস্টার : লাখো শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশের স্বাধীনতা। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট নামে  ঘুমন্ত নিরস্ত্র বাঙালির ওপর আধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। ২৫ মার্চ রাতেই এ দেশের পুলিশ, ইপিআর ও সেনাবাহিনীর বাঙালি সদস্যরা শুরু করে প্রতিরোধ যুদ্ধ, সাথে যোগ দেয় সাধারণ মানুষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলার মানুষ দেশকে স্বাধীন করার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে অকুতোভয়ে। তার ধারাবাহিকতায় ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে রাখতে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্তৃপক্ষ জানুয়ারি থেকে জুন পর্যন্ত সেশনের নাম দিয়েছেন স্বাধীনতা।
বিজয় সেমিস্টার : ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতির শৌর্যবীর্য এবং বীরত্বের এক দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের অভ্যুদয়ের দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে রেসকোর্স ময়দানে যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে হানাদার পাকিস্তানি বাহিনী। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের। সেই থেকে ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধাদের ও বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্তৃপক্ষ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সেশনের নাম দিয়েছে বিজয়। যোগাযোগ : িি.িপঁংঃ.বফঁ.নফ
ষ তারিন তাসমী

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন