বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

টলস্টয়ের ককেশাসের বন্দী

প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : টলস্টয়কে বলা হয় লেখকদের লেখক। বিশ^ সাহিত্যের  শীর্ষস্থানটি তার দখলে।  ‘যুদ্ধ ও শান্তি’, ‘আনা কারেনিনা’, ‘রিজারেকশন’ প্রভৃতি উপন্যাস তাকে অমরতা দিয়েছে।  উপন্যাসের পাশাপাশি অনেক ছোটগল্পও লিখেছেন তিনি। বড়দের জন্যই শুধু নয়, গল্প লিখেছেন শিশু-কিশোরদের জন্যও। তার লেখা ১৪টি ছোটগল্পের অনুবাদ করেছেন লেখক-সাংবাদিক হোসেন মাহমুদ। এ গল্পগুলো নিয়ে এবার একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ‘ককেশাসের বন্দী’ গ্রন্থটি। নাম গল্পটি টলস্টয়ের বিখ্যাত গল্প দি প্রিজনার অব দি ককেশাস-এর অনুবাদ। গ্রন্থটি প্রকাশ করেছে সৃজনী প্রকাশনী। এটি হোসেন মাহমুদের ২৪ তম গ্রন্থ। বইমেলার সোহরাওয়ার্দি উদ্যান অংশের  ৫৭০-৫৭১-৫৭২ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। ১২৮ পৃষ্ঠার বইটির মূল্য ২০০ টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন