স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি গ্রহণ বিএনপি। ২০ ফেব্রুয়ারি আলোচনা সভা এবং প্রথম প্রহর থেকে দিবসজুড়ে থাকছে নানা আয়োজন। গতকাল সোমবার সকালে এক যৌথসভা শেষে কর্মসূচির কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, শহীদ দিবসের প্রথম প্রহরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নেতা-কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবে। ২১ ফেব্রæয়ারি ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। এর পরপরই কালো ব্যাজ সহকারে বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতা-কর্মীদের জমায়েত এবং আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা ও শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন নেতা-কর্মীরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, মাতৃভাষা দিবসটি উপলক্ষে ২০ ফেব্রæয়ারি বিকেলে রাজধানীর রমনায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দেশ বরেণ্য বুদ্ধিজীবী ও রাজনীতিবিদরা সভায় আলোচনা করবেন। এ ছাড়া দিবসটি উপলক্ষে সারাদেশে দলের জেলা ও উপজেলা কার্যালয়ে ভোর ৬টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির নেতা-কর্মীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন