বিনোদন ডেস্ক: এ সময়ের নতুন অভিনেতাদের মধ্যে নূর দাড়িয়া বেশ ভালোভাবে এগিয়ে চলেছেন। প্রতিশ্রুতিশীল এ অভিনেতার মঞ্চ থেকে টেলিভিশন নাটকে সমান বিচরণ রয়েছে। উত্তরা থিয়েটারের সদস্য নূর দাড়িয়া ইতোমধ্যে বেশ কয়েকটি জনপ্রিয় মেগা সিরিয়ালে অভিনয় করেছেন। সিরিয়ালগুলোর মধ্যে রয়েছে, সাগর জাহানের ল্যাম্প পোস্ট, মাসুদ সেজানের চলিতেছে সারর্কাস, শিহাব শাহীনের লিপস্টিক, মারুফ মিঠুর বউ বকা দেয় এবং আব্দুল্লাহ রানার মেঘা সিটির ভেগাভন্ড। এছাড়া বেশ অনেকগুলো একক নাটকও প্রচার হয়েছে। পদার্থ বিজ্ঞানে অনার্সে অধ্যয়নরত নূর দাড়িয়া ছোটবেলা থেকেই সংস্কৃতির সঙ্গে জড়িত। স্কুল ও কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন নাট্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অভিনয়ের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন। অভিনয়ের প্রতি দুর্বার আকর্ষণের কারণেই থিয়েটারের সাথে যুক্ত হন এবং এর মাধ্যমে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। নতুন প্রজন্মের মধ্যে তার প্রতি নির্মাতাদের যথেষ্ট আগ্রহ রয়েছে। নূর দাড়িয়াও চান অভিনয় জগতে নিজেকে একজন দক্ষ অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন