বিনোদন ডেস্ক: কণ্ঠশিল্পী এবং সঙ্গীত পরিচালক হিসেবে আরেফিন রুমি ও বেলাল খান দুজনই প্রতিষ্ঠিত। এতদিন তারা আলাদাভাবে কাজ করলেও একসঙ্গে কাজ করেননি। প্রথমবারের মতো তারা একসঙ্গে গান করেছেন। বিভিটির ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তনের জন্য তারা একটি গান করেছেন। সোমেশ্বর অলির কথা ও আরেফিন রুমির সংগীতে গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান। আমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি শিরোনামের গানটি নিয়ে রুমি-বেলাল দুজনই উচ্ছ্বসিত। তারা আশা করছেন, সবার কাছে গানটি ভালো লাগবে। পরিবর্তন ম্যাগাজিন অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আনজাম মাসুদ। তিনি জানান, প্রতিবারের ন্যায় এবারের পর্বেও নানা চমক রাখা হয়েছে। এবারের পর্বটি প্রচার হবে ১৯ ফেব্রুয়ারি ১০টার ইংরেজি সংবাদের পর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন