স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, সরকার একটি বহুমুখী নির্বাচনী প্রকল্প হাতে নিয়েছে। তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বাইরে রেখে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। কিন্তু এ চেষ্টা সফল হবে না। দলীয় নেতা-কর্মীদের ‘সব ধরনের প্রস্তুতি নেওয়ার তিনি আহ্বান জানান। বিএনপি ইতিবাচক রাজনীতি করবে বলেও জানান এই নীতিনির্ধারক।
গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নতুন নির্বাচন কমিশন ও আগামী জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক ওই আলোচনার আয়োজন করে ডেমোক্রেটিক কাউন্সিল নামের একটি সংগঠন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন