স্টাফ রিপোর্টার : চলচ্চিত্রের নতুন জুটি হয়ে দর্শকের সামনে উপস্থিত হতে যাচ্ছেন টিভি অভিনেতা সজল ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। বদিউল আলম খোকন পরিচালিত ‘হারজিৎ’ চলচ্চিত্র জুটি হিসেবে দেখা যাবে তাদেরকে। ইতোমধ্যে সজল ও মাহিকে চুক্তিবদ্ধ করা হয়েছে। সজল বলেন, ‘হারজিৎ পুরোপুরি কমার্শিয়াল ঘরানার একটি চলচ্চিত্র। গল্প শুনে আমার খুবই ভালো লেগেছে। বদিউল আলম খোকন ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে, তিনি আমাকে নিয়ে সাহসী একটি পদক্ষেপ নিতে যাচ্ছেন। আমিও বেশ আগ্রহ নিয়ে কাজটি করতে যাচ্ছি। বলা যায় হারজিৎ আমার নতুন একটি চ্যালেঞ্জ, নতুন একটি দুনিয়া। সহশিল্পী হিসেবে মাহিকে পেয়েও আমি আনন্দিত। আশা করি, আমাদের জুটির রসায়ন জমে উঠবে।’ মাহি বলেন, হারজিৎ-চলচ্চিত্রে কাজ করছি। আমার সহশিল্পী হিসেবে সজল ভাই আছেন। তার অভিনয় আমার ভালো লাগে। আশা করি, অনেক ভালো একটি কাজ হবে।’ মে মাসে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। এদিকে গত নভেম্বরে সজল অভিনীত তন্ময় তানসেন পরিচালিত ‘রানআউট’ চলচ্চিত্রটি মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেন মৌসুমী নাগ ও রোমানা স্বর্ণা। অন্যদিকে মাহি অভিনীত মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রটি আজ মুক্তি পাবে। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক রিয়াজ। পাশাপাশি মাহি ব্যস্ত আছেন আরিফিন শুভর বিপরীতে দীপংকর দীপনের ‘ঢাকা এ্যাটাক’ চলচ্চিত্রের কাজ নিয়ে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন