মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পাঠাকাটা গ্রামে ফসলি জমিতে ইট পোড়ানো প্রস্তুতিকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গত শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিন ভাটার মালিক কবির মল্লিককে বিশ হাজার টাকা জরিমানা করে ইট পোড়ানো বন্ধের নির্দেশ দেয়ার পরও ইট কাটার অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পাঠাকাটা গ্রামের প্রভাবশালী কবির মল্লিক আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দীর্ঘদিন ধরে বসতবাড়ি সংলগ্ন ফসলি জমিতে ইটভাটা স্থাপন করে ইট পুড়িয়ে আসছিলেন। এতে ওই এলাকার প্রায় ১৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষে দেলোয়ার হোসেন মল্লিক জেলা প্রশাসক বরাবর অভিযোগ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা চলে যাওয়ার পর কবির মল্লিক পুনরায় ইট কাটা শুরু করেন। এতে এলাকাবাসাীর মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন