মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এবার হাছন রাজাকে নিয়ে মঞ্চ নাটক

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সিলেট নৃত্যনাট্য ‘মহাজনের নাও’-এর পর এবার শাকুর মজিদের লেখা মঞ্চনাটক ‘হাছনজানের রাজা’ নৃত্যনাট্য রূপে মঞ্চে আসছে। পরিচালনা করছেন নীলাঞ্জনা জুঁই। সিলেটের ভাটি এলাকার সামন্ত প্রভু ও মরমী লোককবি হাছন রাজার জীবন ও দর্শনকে উপজীব্য করে লেখা মঞ্চনাটকটি নাট্যকার কর্তৃক নৃত্যনাট্যে রূপান্তর করে মঞ্চায়নের আয়োজন হয়েছে। এতে হাছন রাজার চরিত্রে অভিনয় করছেন বিখ্যাত লোকগানের শিল্পী জামাল উদ্দিন হাসান বান্না। পরিচালক নীলাঞ্জনা জুঁইও বিশেষ কিছু দৃশ্যে অভিনয় করছেন। আন্তর্জাতিক সিলেট উৎসবে এটির উদ্ভোধনী প্রদর্শন হবে ৪ মার্চ, ঢাকার সিলেট উৎসব মঞ্চে। নৃত্যনাট্যটির মহড়া চলছে সিলেটে। শাকুর মজিদ জানান, ঐশ্বর্যময় সামন্তবাদী জীবন ছেড়ে শেষ বয়সে কী কারণে হাছন রাজা বাউলা হয়েছিলেন, এই রহস্য উদঘাটনের চেষ্টা করা হয়েছে এই নাটকে। এখানে জাদুবাস্তবতা এবং ফ্যান্টাসির মিশেল ঘটানো হয়েছে। কাব্যনাট্যের আদলে লেখা সংলাপগুলো মাত্রাবৃত্ত এবং পয়ারে লেখা। যদিও এর আগে শাহ আবদুল করিমকে নিয়ে পয়ার ছন্দে মহাজনের নাও লেখা হয়েছিল, হাছনজানের রাজার আঙ্গিক এর চেয়ে ভিন্ন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন