শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

তানভীর তারেকের ভ্রমণ বিষয়ক গ্রন্থ উড়াল পাখির পান্ডুলিপি

প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : তরুণ সাংবাদিক, লেখক ও সঙ্গীত পরিচালক তানভীর তারেকের ভ্রমণ বিষয়ক গ্রন্থ ‘উড়াল পাখির পান্ডুলিপি’ বই মেলায় প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। এটি লেখকের ৭ম গ্রন্থ। তানভীর তারেক বলেন, ‘অভিজ্ঞতা ছাড়া ভ্রমণ কাহিনী লেখা যায় না। তাই নিজের দেখা ও ঘোরা ৭টি দেশের বিচ্ছিন্ন গল্পগুলো নিয়েই ভ্রমণ বিষয়ক গ্রন্থটি প্রকাশ করেছি। চেষ্টা করেছি গতানুগতিক ভ্রমণ কাহিনীর বাইরে ভিন্নভাবে উপস্থাপন করতে। বিভিন্ন দেশে দেখা কিছু রোমাঞ্চিত, ভীতিকর বা বিব্রতকর কাহিনী এতে উঠে এসেছে। আশা করি, পাঠক একটি ভিন্ন ভ্রমণ কাহিনীর স্বাদ পাবেন।’ গ্রন্থটিতে বাংলাদেশ সহ অন্যান্য যেসব দেশের ভ্রমণকথা গ্রন্থিত আছে সেগুলো হলো ভারত, নেপাল, মালয়শিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র। বই মেলার ৪০৭ ও ৪০৮ নাম্বার স্টলে বইটি পাওয়া যাবে। এই বইয়ে ভ্রমণকথার পাশাপাশি প্রাসঙ্গিক ছবিও সংযুক্ত থাকছে। উল্লেখ্য, লেখকের প্রকাশিত অন্য বইগুলো হলো অপ্রচারিত (গণমাধ্যম বিষয়ক প্রবন্ধ), নিষিদ্ধপল্লীর পতিতা (গল্পগ্রন্থ), বানোয়াট বাস্তব (গল্পগ্রন্থ), লীলামহল (উপন্যাস), আলোমহল (উপন্যাস), পরণর (উপন্যাস)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন