বিনোদন ডেস্ক: বেশ কয়েক মাস বিরতির পর অভিনেত্রী সুমাইয়া শিমু অভিনয়ে ফিরেছেন। এরইমধ্যে তার একমাত্র প্রচার চলতি ধারাবাহিক অম্লান বিশ্বাসের ‘শূন্যতা’র কাজ করার পাশাপাশি দুটি খ- নাটকের কাজ শেষ করেছেন। দুটি খ- নাটক হচ্ছে ইফতেখার ইফতি’র ‘রূপালী সুতোয় বুনা ভালোবাসার ঘর’ এবং সোহাগ কাজীর ‘এক্সপেয়ারি ডেট’। দুটো নাটকেই সুমাইয়া শিমুর বিপরীতে আছেন মীর সাব্বির। সুমাইয়া শিমু বলেন, ‘বাবা যখন অসুস্থ ছিলেন তখন থেকেই কাজে আমার মনোযোগ কমে যায়। বাবা চলে যাবার পর পরিবারের সার্বিক পরিস্থিতিও ভালো ছিলো না। যে কারণে কাজ করা হয়ে উঠেনি। এখন সবকিছু মিলিয়ে পরিস্থিতি একটু স্বাভাবিক। তাই আবার কাজ করছি। মীর সাব্বিরের সঙ্গে যে দুটো কাজ করেছি দুটো নাটকেরই গল্প খুব চমৎকার। দুটো কাজ নিয়েই আমি দারুণভাবে আশাবাদী।’ এদিকে শিগগিরই শিমুর পিএইচডির মৌখিক পরীক্ষা হবে। সুমাইয়া শিমু পিএইচডির বিষয় হচ্ছে ‘শিল্প ও আর্থ সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে টেলি-প্লে অভিনয়ে নারীর ভূমিকা’।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন