শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এই দিঘী সেই দিঘী

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সেই ছোট্ট দিঘী এখন বড় হয়েছে। ক্লাস নাইনে পড়ে। পড়াশোনা নিয়েই ব্যস্ত সে। এর বাইরে অন্য কোনো চিন্তা করছে না। বাবা জানো...আমাদের টিয়ে পাখিটা না আজ আমার নাম ধরে ডেকেছে...এমন সংলাপ নিয়ে করা ছোট্ট দিঘী তখন দর্শকদের মাতিয়েছিল। সংলাপটি তখন দর্শকের মুখে মুখে ছিল। চিত্রনায়িকা প্রয়াত দোয়েল ও চিত্রনায়ক সুব্রতর একমাত্র কন্যা দিঘী সে সময় অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল। এটি ২০০৪ সালের কথা। এক বিজ্ঞাপনচিত্র দিয়ে সবাইকে মাত করে দিয়েছিল দিঘী। তারপর শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রেও একের পর এক সিনেমা করে। ২০১১ সালে মা দোয়েল মারা যাওয়ার পর দিঘী আর চলচ্চিত্রে অভিনয় করেনি। পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সেই দিঘী এখন বড় হয়েছে। কেমন আছে দিঘী? এমন প্রশ্নের জবাবে তার বাবা সুব্রত জানান, ভালো আছে, পড়াশোনা নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছে, অবসর সময়ে বই পড়ে আর ছবি দেখে সময় কাটায়। ছবি দেখার প্রতি তার অনেক বেশি আগ্রহ। এখন ও ক্লাস নাইনে পড়ছে, তাই পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে। সকালে স্কুল, তারপর প্রাইভেট, কোচিং নিয়ে দিন চলে যায়। ও সায়েন্সে পড়ছে, ফলে পড়ার চাপটা একটু বেশি। আর চলচ্চিত্রে কাজ করবে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি চাই সে পড়াশোনা শেষ করে তারপর অন্য কাজ করুক। আগে অবশ্যই পড়াশোনা। চলচ্চিত্রে যারা পড়াশোনা করে এসেছে, তাদের কথা আমরা এখনো মনে রাখি। আর যে অশিক্ষিত লোক চলচ্চিত্রে নিজের প্রভাব তৈরি করেছে, সে বেশিদিন নিজেকে ধরে রাখতে পারেনি। আমি চাই আমার মেয়ে শিক্ষিত মানুষ হোক। আর চলচ্চিত্রে কাজ করে তা সম্ভব নয়। ছোট পর্দায় কয়েকজন শিশুশিল্পী থেকে সিনিয়র শিল্পী হয়েছেন এমন কয়েকজনকে আমরা চিনি, যারা পড়াশোনা ও অভিনয় দুটোই করেছেন এবং তারা এখনো অভিনয় করছেন, কিন্তু পড়াশোনা শেষ করতে পারেননি। আমি আমার মেয়েকে এমন অবস্থায় দেখতে চাই না। যে কারণে সে এখন কাজ করছে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন