বিনোদন ডেস্ক : সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে হাসান আবিদুর রেজা জুয়েলের জনপ্রিয় গান সেদিনের এক বিকেলে’র মিউজিক ভিডিও। গানটি নব্বই দশকে সৈয়দ আওলাদ এর কথায়, আইয়ুব বাচ্চুর সুর এবং সংগীতে, জুয়েলের দ্বিতীয় একক অ্যালবাম এক বিকেলের টাইটেল গান হিসেবে দারুণ শ্রোতাপ্রিয় হয়েছিল। তাই শিল্পী জুয়েল নিজেই নতুন করে গানটির কাভার হিসেবে পিয়ানো ভার্সন রেকর্ড করেন। পিয়ানো ভার্সনের সংগীত আয়োজন করেছেন তরুণ সংগীত পরিচালক ইফতেখারুল আনাম। সেদিনের এক বিকেলে সম্পর্কে জুয়েল বলেন, ১৯৯৪ সালে আমার দ্বিতীয় একক অ্যালবাম এক বিকেলে বের হয়। তার আগে কুয়াশা প্রহর বের হয়েছিল। আইয়ুব বাচ্চু তার অসাধারণ সুর আর সংগীতে এই গান তৈরি করে আমার মতো ক্ষুদ্র গায়ককে হঠাৎ করে এক বিকেলের জুয়েল বানিয়ে দিলেন। সে দিনের এক বিকেলে হয়ে গেল আমার সিগ্নেচার সং। তখন এতো চ্যানেল, ইউটিউব, ফেসবুক ছিল না। নিউজ কাভারেজ পাওয়া যেত না। বিটিভিতে একটা গান প্রচার হওয়া আমার মতো নতুন গায়কের জন্য আকাশের চাঁদ হাতে পাবার মতো ছিল। গানটি যেদিন অডিও আর্ট স্টুডিওতে রেকর্ড হচ্ছিল, তখন রেকর্ডিং কুশলী পান্না আযম ভাই ট্র্যাকটা ধারণ করছিলেন। তিনি আমাকে চেনেন না। বললেন, যদি এই গানটি ঠিক করে গাইতে পারো, শ্রোতারা তোমাকে চিনে নেবে। ভীষণ আবেগ নিয়ে গেয়েছিলাম। বাচ্চু ভাই আশাবাদী ছিলেন আমি পারব। কী পেরেছি জানি না, কিন্তু গানটি ৯০ দশকের ভালো গানগুলোর অন্যতম হয়ে গেছে সেটা নিশ্চিত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন