বিনোদন ডেস্ক: বিশিষ্ট সঙ্গীতশিল্পী, সুরকার, সঙ্গীতপরিচালক লাকী আখন্দ দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত। হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে জরুরি ভিত্তিতে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। লাকী আখন্দের কন্যা মামিন্তি জানান, বাবার শারীরিক অবস্থা খুব খারাপ। গত তিন সপ্তাহ ধরে পিজি হাসপাতালে ভর্তি আছেন। তিনি সবার কাছে তার বাবার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছে না। উল্লেখ্য, লাকী আখন্দকে গত মাসের শেষদিকে লেজার ভিশনের একটি অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে দেখা গিয়েছিল। তখন অনেকটাই সুস্থ ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন