বিনোদন ডেস্ক : আজ আরটিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ঝামেলা আনলিমিডেট’। আহসান আলমগীরের রচনা ও শামীম জামানের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন মামুনূর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, শামীম জামান, ফারুক আহম্মেদ, মোশাররফ করিম, আ.খ.ম হাসান, তারেক স্বপন, নয়ন, প্রভা, সোনিয়া হোসেন, ইফফাত ত্রিশা, শৈলী, সেলিনা আফ্রি, আমানুল হক হেলাল, কোল্লান কোরাইয়া প্রমুখ। রফিকুল ইসলামের প্রযোজনায় নাটকটি প্রচার হচ্ছে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রাত ৯.৫০ মিনিটে। নাটকে দেখা যাবে, রহমান সাহেব একজন সাধারণ মানুষ, একটি বাড়ির মালিক, তার সন্তানাদি নাই। তার স্ত্রী শাহানা একটু কড়া মেজাজের মানুষ। তাদের সন্তানাদি না থাকায় বেশ কিছু মানুষ যেমন সবুজ, মিজান, কফিল, অন্যন্যা, গোধূলি এবং সোবহান এরা এই বাড়িতে মোটামুটি স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। মূলত রহমান সাহেবের ¯েœহভাজন তারা। এই বাড়িতে তারা বসবাস করে আর শুধু শুধু একের পর এক ঝামেলা পাকায়। এমন ঝামেলা করে সবাই, শাহানা চরম বিরক্ত হয়ে সবাইকে বাড়ি থেকে বের করে দিতে চায়। কিন্তু রহমান সাহেব স্ত্রীকে বলেন, এরাই তো আমাদের সন্তান, এই ছেলে-মেয়েগুলো যাবে কোথায়, এরা আছে বলেই তো আমাদের সস্তানের অভাব পূরণ হচ্ছে। এদিকে বাড়িতে একটা ঝামেলা শেষ হতে না হতেই আরেকটা ঝামেলা শুরু হয়। এভাবেই চলতে থাকে ঝামেলা আনলিমিটেড নাটকের গল্প।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন