বিনোদন ডেস্ক : নাহিদ সোমা পেশায় একজন আইনজীবী হলেও গানের সাথে তার সখ্য রয়েছে। এই সখ্যর সূত্র ধরেই গানের জগতে তিনি প্রবেশ করেছেন। ‘রঙধনু’ শিরোনামে একটি গানের মাধ্যমে তার অভিষেক হতে যাচ্ছে। কথা, সুর ও কণ্ঠ তিনি নিজেই দিয়েছেন। সোমা বলেন, এটি আমার প্রথম গান। ভীষণ এক্সাইটেড। আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূর্ণ হতে চলেছে। খুব ভালো লাগছে। গানটির সঙ্গীতায়জন করেছেন ফরিদ আহমদ। ভিডিও ভাবনা ও নির্দেশনার কাজটি করেছেন দীপু হাজরা। সম্প্রতি মালয়েশিয়ার প্রায় ৩০টি মনোরম লোকশনে এর দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। ভবিষ্যতে পরিকল্পনার কথা বলতে গিয়ে নাহিদ সোমা বলেন, আমি সঙ্গীতাঙ্গনে নবীন হিসাবে পা রাখলাম। দর্শক শ্রোতাদের হৃদয় জয় করতে পারলে আরও নতুন নতুন গান উপহার দেয়ার ইচ্ছা আছে। আসছে বৈশাখে বিভিন্ন টিভি চ্যানেল ও ইউটিউবে গানটি প্রচারের কথা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন