বিনোদন ডেস্ক : মিজানুর রহমান লাবু পরিচালিত নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে জানুয়ারিতে। সিনেমাটি মুক্তির আগে কলাকুশলীদের সাথে পরিচয় করিয়ে দিতে সম্প্রতি বিএফডিসিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনেমাটির অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু, ক্যামেলিয়া রাঙা, নাজিবা বাশার, এস এম মহসীন, শাহাদত হোসেন, মাহমুদ প্রমুখ। উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, ছটকু আহমেদ, প্রযোজক খোরশেদ আলম খসরু প্রমুখ। সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করা ফজলুর রহমান বাবু বলেন, আশা করছি নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার সবার কাছে ভালো লাগবে। আশা করি বন্ধু, পরিবার, আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে হলে গিয়ে সিনেমাটি দেখবেন। এতে আমার একটি গানও রয়েছে। সেটাও আপনাদের ভালো লাগবে বলে বিশ্বাস। সিনেমাটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মিজানুর রহমান। প্রযোজক জানান শিঘ্রই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন