বিনোদন ডেস্ক : শাকিব ও অপুর সিডিউল না পেয়ে এক সিনেমার নাম তিনবার পরিবর্তন করেছেন পরিচালক জি সরকার। শাকিব ও অপুকে নিয়ে তিনি ২০১৪ সালে ‘লাভ ২০১৪’ নামে সিনেমাটির শূটিং শুরু করেন। কিন্তু শাকিবের সিডিউল ঘাপলায় সিনেমাটির নির্মাণ কাজ পিছিয়ে ২০১৫তে চলে আসে। পরিচালক সিনেমার নাম পরিবর্তন করে রাখেন লাভ ২০১৫। এ বছরও শাকিব-অপুর সিডিউল না পেয়ে সময় চলে যায়। এসে পড়ে ২০১৬। এবারও নাম পরিবর্তন করে সিনেমার নাম রাখেন লাভ ২০১৬। এ বছর এসে অপু লাপাত্তা হয়ে যাওয়ায়, সিনেমার কাজ আবার অনিশ্চিত হয়ে পড়ে। এক পর্যায়ে পরিচালক তাদের বাকি শূটিং বাদ দিয়েই সিনেমার নির্মাণ কাজ শেষ করে মুক্তি দেয়ার চিন্তা করেন। এভাবে ২০১৬ চলে যায়। অপুও নিরুদ্দেশ থেকে ফিরে আসেন। পরিচালক আশাবাদী হয়ে উঠেন। তিনি শাকিবের কাছে সিডিউল চাইলেও অপুর সাথে যোগাযোগ করতে পারেননি। শাকিব অবশ্য সিডিউল দেবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে অপুর সিডিউল এখনও পাননি। তবে শেষ পর্যন্ত তাদের সিডিউল পাওয়া যাবে কিনা এবং সিনেমার কাজ শেষ হবে কিনা, তা নিশ্চিত নয়। তবে পরিচালক সিনেমাটির নাম আবারও পরিবর্তন করবেন বলে নিশ্চিত করেছেন। এবার নাম রেখেছেন লাভ ২০১৭।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন