শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আজ সকাল ১০টা থেকে ১২টা বিএনপির অবস্থান কর্মসূচি

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এ কর্মসূচি পালন করা হবে। গতকাল বুধবার বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী  সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ভোটারবিহীন সরকার জনগণের পকেট থেকে টাকা হাতিয়ে নিতে গ্যাসের দাম বাড়িয়েছে। সরকারে এই গণবিরোধী ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপি বৃহস্পতিবার (আজ) ঢাকাসহ সারাদেশে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা অবস্থান কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানাবে।  
ঢাকায় আমরা এই কর্মসূচি করবÑ ইঞ্জিনিয়ার্স ইনস্টিউশনের সামনে। আমাদের এই কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ।  এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও চান রিজভী আহম্মেদ।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গত ২৩ ফেব্রæয়ারি গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয়। এর প্রতিবাদে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা সোমবার ঢাকায় অর্ধদিবস হরতাল কর্মসূচি পালন করে।
বিইআরসির ঘোষণা অনুযায়ী, আবাসিক গ্রাহকদের আগামী ১ মার্চ থেকে এক চুলার জন্য মাসে ৭৫০ টাকা এবং দুই চুলার জন্য ৮০০ টাকা দিতে হবে, যা এতদিন ছিল যথাক্রমেÑ ৬০০ টাকা ও ৬৫০ টাকা। দ্বিতীয় ধাপে ১ জুন থেকে এক চুলার জন্য মাসিক বিল ৯০০ টাকা এবং দুই চুলার জন্য ৯৫০ টাকা হবে।
গৃহস্থালিতে মিটারে যারা গ্যাসের বিল দেন, তাদের মার্চ থেকে প্রতি ঘনমিটার গ্যাসের ব্যবহারের জন্য জন্য ৯ টাকা ১০ পয়সা এবং জুন থেকে ১১ টাকা ২০ পয়সা করে দিতে হবে। এতদিন প্রতি ঘনমিটারে তাদের বিল হতো সাত টাকা করে। অর্থাৎ, রান্নার গ্যাসের জন্য চুলাভিত্তিক গ্রাহকদের প্রতি মাসে ৫০ শতাংশ এবং মিটারভিত্তিক গ্রাহকদের ৬০ শতাংশ বেশি অর্থ খরচ হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন